
জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২২ সালের চেইন হস্তান্তর
জুনিয়র (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন চেম্বার ইন্টারন্যাশনাল হস্তান্তর করা হয়েছে। ২০২২ সালের নির্বাচিত লােকাল প্রেসিডেন্ট মুহাম্মদ আলতামিশ নাবিলের কাছে চেইন হস্তান্তর করেন ২০২১ সালের লােকাল প্রেসিডেন্ট তুহা ইয়াসিন রামাদান।
রাজধানীর গুলশানের এক হােটেলে ২৮ জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ- সদস্য সৈয়দা রুবিনা আক্তার, জেসিআই বাংলাদেশ ২০২২ প্রেসিডেন্ট নিয়াজ মাের্শেদ এলিট, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ এবং আমরাই ডিজিটাল বাংলাদেশের সাধারণ সম্পাদক লিয়াকত হােসেন। চেইন হস্তান্তরের পর একজন নতুন ভাইস প্রেসিডেন্ট ও তিনজন কার্যনির্বাহী সদস্যকে নির্বাচিত করা হয়। একইসঙ্গে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২২ সালের প্রথম জেনারেল মেম্বার মিটিং এবং কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
MOMENTS!




